র‌্যাবের হাতে অস্ত্র ও ইয়াবা সহ আটক ২


পিবিএ,লক্ষ্মীপুর : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১ ।

গত শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন আব্দুল মান্নান বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের নুর মোহাম্মদের পুত্র,আব্দুল বাতেন একই উপজেলার রামচন্দ্র গ্রামের নুরুজ্জামানের পুত্র।

র‌্যাবের দাবী,আটককৃত আব্দুল মান্নান (১৮),আব্দুল বাতেন (১৮)এরা দুইজনে অস্ত্রধারী সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবত বেগমগঞ্জ এলাকায় চাঁদাবাজি ছিনতাই,ডাকাতি,সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে।তাঁদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুদ্ধ সাধারণ মানুষ কথা বলার সাহস পেতো না। প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করে আসছে তারা।

র‌্যাব-১১ পুলিশ সুপার নরেশ চাকমা শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ আব্দুল মান্নান,আব্দুল বাতেন বেগমগঞ্জের থানার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ব্রিজের পাশে দক্ষিনে পাশের প্রজেক্টের মুখে কাঁচা রাস্তার পাশে অবস্থান করছে, এই গোপন খবরের পেয়ে অভিযান চালায় লক্ষ্মীপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা।
এ সময় একটি দেশীয় এক নলা বন্দুক,ও ৭৩ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান ও আব্দুল বাতেনকে আটক করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র ও ইয়াবাসহ পৃথক পৃথক দুটি মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদের নোয়াখালী সদর থানায় স্থানান্ত করা হয় ।
পিবিএ/আলমগীর হোসেন/ ইকে

আরও পড়ুন...