টাইগারদের নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

পিবিএ: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাত্র ছয়টি টেস্ট ম্যাচ খেলা কার্ল ল্যাঙ্গেভেল্ট। দুই বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।

৪৪ বছর বয়সী ল্যাঙ্গেভেল্ট প্রোটিয়াদের হয়ে সাতটি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে উইকেট নিয়েছেন ১৬টি; ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১০০টি। এর আগে তিনি সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তার সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। বিশ্বকাপের পরই শেষ হয়ে যায় বাংলাদেশের ওয়ালশ অধ্যায়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...