জাককানইবিতে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিবিএ,জাককানাইবি: সত্য ধ্বনি উদ্ভাসিত জীবন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তার্কিকদের সংগঠন “জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাইটি ” এর আয়োজনে বিতর্ক বিষয়ক কর্মশালা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টা থেকে ২ টা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ডিবেটিং সোসাইটির ৫০ জন স্থায়ী সদস্যদের নিয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ শেখ সুজন আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. মাহমুদুল হক, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ।

এছাড়া উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ফাহাদুজ্জামান মোঃ শিবলী, সহ-সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক ও ডিবেটিং সোসাইটির মডারেটর মাহাদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তৌফিকুল আলম, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ডি. ইউ. ডি. এস. ইংলিশ ডিবেট কনভেনার মোহাম্মদ বিন ইয়াহিয়া, বোরহান উদ্দীন পোস্ট গ্রেজুয়েট সরকারি কলেজের সাবেক এস এম হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিন ইয়াহিয়া।

কর্মশালায় প্রশিক্ষকগন সংসদীয় বিতর্কের এপিঠ ওপিঠ, বিতর্কের কৌশল, বারোয়ারী বিতর্ক এবং ইংরেজি বিতর্কের বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সদস্য ফেরদৌস আহমেদ পিবিএ’কে জানান, ডিবেটিং সোসাইটির আজকের কর্মশালাটি অত্যান্ত ভালো লেগেছে। ৫০ জন স্থায়ী সদস্যের মধ্যে যারা নতুন সদস্য হিসেবে কাজ করছেন তারা এই কর্মশালা থেকে অনেক কিছু শিখেছেন বলে আমি মনে করি। আশা করছি ডিবেট সোসাইটি তাদের কার্যক্রম এর মধ্য দিয়ে আরও এ ধরনের কর্মশালার আয়োজন করবে।

পিবিএ/আশিক আরেফীন/এমএসএম

আরও পড়ুন...