পিবিএ জাবি: এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তিনি কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।
জানা যায়,কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর সে কয়েকদিন এনাম মেডিকেলে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হলে বাসায় চলে যায়। পরে আবার চলে আসে। শনিবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা স্কয়ার থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এদিকে তার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
পিবিএ/শাহিনুর রহমান শাহিন/বাখ