ভূঞাপুরে ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধে র‌্যালী

পিবিএ, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে গুজব, ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধ বিষয়ক গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। “গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগানে রবিবার (২৮ জুলাই) ভূঞাপুর থানা পুলিশের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। র‌্যালীতে ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহামুদ, বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার প্রমুখ।
র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তার বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে না দেয়ারও আহবান জানান। এছাড়া যে কোন জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করতে বলা হয়।

পিবিএ/সৈয়দ সরোয়ার সাদী/বাখ

আরও পড়ুন...