৮০ লাখ টাকাসহ সিলেটের কারা উপমহাপরিদর্শক গ্রেফতার

পিবিএ,ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

রোববার বিকেলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধারের পর তাকে আটক করা হয়।

দুদক জানায়, ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে পার্থর ধানমন্ডির বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। পার্থ
দাবি করেন, ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত। এর মধ্যে ৩০ লাখ টাকা শাশুড়ি দিয়েছেন। বাকি ৫০ লাখ টাকা সারা জীবনের জমানো ।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

পিবিএ/ ইকে

আরও পড়ুন...