পিবিএ ডেস্ক: দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর এখন দম ফেলার সময় নেই। প্রতিদিন তাকে নতুন নতুন চরিত্র নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে। মূলত কোরবানির ঈদের নাটক নিয়েই তার এই ব্যস্ততা। অনেক কাজই করছেন, তবে সব কাজ যে দর্শকের পছন্দ হবে তা নয়। তবে কিছু কাজ থাকে যা করার সময় শিল্পীরা টের পান এটি দর্শকের ভালো লাগবে। মম সম্প্রতি তেমনি একটি নাটক করেছেন। আকবর হায়দার মুন্নার গল্পে এর পা-ুলিপি করেছেন সেতু আরিফ। ‘আশ্রয়’ শিরোনামের নাটকটি নির্দেশনা দিয়েছেন মাবরুর রশিদ বান্নাহ। এই নাটকে একসঙ্গে প্রথমবার দেখা যাবে মোশাররফ করিম, তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা ও জাকিয়া বারী মমকে।
টাঙ্গাইলে নাটকটির শ্যুটিং হয়েছে। মম বলেন, ‘শ্যুটিংয়ের দিনগুলো স্বপ্নের মতো কেটেছে। সবাই মিলে ‘আশ্রয়’-এর শ্যুটিংয়ে ছিলাম আমরা। টাঙ্গাইলের একটি বাংলোতে আমরা শ্যুটিং শেষ করলাম। আমরা সবাই শ্যুটিং ইউনিটের সঙ্গে মন-প্রাণ দিয়ে কাজ করেছি। প্রথমবার স্ক্রিনে এসেছি আমরা। আশা করি একসঙ্গে দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখবেন দর্শক।
সম্প্রতি এসএ হক অলিকের ‘সরি বলো’ নাটকের শ্যুটিং শেষ করেছেন মম। এছাড়া কাজ করেছেন সালাউদ্দিন লাভলু, সরদার রোকন, আবু হায়াৎ মাহমুদ, দীপু হাজরার নাটকে। ঈদের আগে আরও কয়েকটি নাটকের শ্যুটিং করবেন। ঈদ নাটকে অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন, জানতে চাইলে মম বলেন, ‘ঈদ নাটকে নয়, সব সময় আমি নাটকের গল্প ও ভালো নির্মাতার বিষয় চিন্তা করি। গল্প ভালো না লাগলে কাজ করি না। আমার চরিত্র কেমন এ বিষয়ও ভাবি। সব মিলিয়ে যদি মনে করি এই নাটকে নতুনত্ব আছে, তবে অভিনয় করি। তিনি আরও বলেন, ‘এবারের ঈদের জন্য যেসব নাটকে অভিনয় করেছি তার প্রত্যেকটি নাটকে আমার আলাদা আলাদা চরিত্র। একটা একটা করে বলতে সময় লাগবে। এক কথায় বলতে পারি, যেসব চরিত্রে অভিনয় করেছি সব ক’টিতেই মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি। দর্শক বিবেচনা করবেন কত ভালো করতে পেরেছি।
সারা বছর নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকেন মম। কিন্তু ধারাবাহিক নাটকে তাকে দেখা যায় না। এ প্রসঙ্গে মমর ভাষ্য, ‘এমনিতে করি না। অনেক সময় গল্প পছন্দ হয় না। খ- নাটকে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে ধারাবাহিক নাটকে অভিনয় করব না এমনটা নয়। ভালো গল্প এবং ভালো নির্মাতা পেলে অবশ্যই অভিনয় করতে আগ্রহী।
এদিকে এই অভিনেত্রী সম্প্রতি বিপাশা হায়াতের গল্পে তৌকীর আহমেদের নির্দেশনায় ‘স্বর্ণলতা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। মম বলেন, বিপাশা আপা আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। তার লেখা গল্পও দারুণ। এদিকে তৌকীর ভাইয়ের সঙ্গে কাজ করে অনেক কিছু জানা যায়। অনেক বেশি আগ্রহ নিয়ে এই নাটকে কাজ করেছি।
মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দহন’। গেল বছর ‘আলতাবানু’ ও ‘স্বপ্নঘর’ শিরোনামের আরও দুটি চলচ্চিত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তবে আপাতত চলচ্চিত্রে অভিনয়ের নতুন কোনো খবর নেই। তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি আছে। ভালো গল্প খুঁজছি। পেলেই দর্শক আমাকে নতুন চলচ্চিত্রে দেখতে পাবেন।
পিবিএ/বিএইচ