কঠোর নিরাপত্তার মধ্যে পালিত হলো দিয়া-রাজীবের প্রথম মৃত্যু বার্ষিকী

 

পিবিএ, ঢাকা: ২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূরের দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এর শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নিহত হয়। সেই দুর্ঘটনায় আহত হয় একাধিক শিক্ষার্থী। মিম ও রাজীবের বহুল আলোচিত করুণ মৃত্যুতে সারাদেশের মানুষের বিবেক নাড়া দিয়ে ওঠে। নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে রাস্তায় নেমে আন্দোলন করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গ্রেফতার করা হয় দুর্ঘটনায় দায়ী জাবালে নূরের বাস চালক ও মালিককে। নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য তৎপর হয়ে উঠে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন গুলো।

আজ সোমবার ( ২৯ জুলাই) দিয়া ও রাজীবের মর্মান্তিক মৃত্যুর এক বছর । দিয়া খানম ও রাজীবের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে কোরাআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের প্রিন্সিপাল নূর নাহার ইয়াসমিন, নিহত দিয়া খানম ও রাজীবের মা- বাবা, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের স্বাজনরা, কলেজের শিক্ষক, শিক্ষীকা । উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ মিন্টু,অর্থ দপ্তর সম্পাদক আকরাম হোসেন ,কার্যকরী সদস্য স্বাধীনসহ উক্ত কলেজের শিক্ষার্থীরা।

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনায় উক্ত কলেজের প্রিন্সিপাল নূর নাহার ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, রাস্তা পারাপারে সকলকে সর্তক থাকতে হবে। কখনো ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হওয়া যাবে না। রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে।

অনুষ্ঠানে মিম ও রাজীবের মা এবং বাবা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন, আর যেনো এভাবে কারো মা বাবার বুক খালি না হয়। তারা সকলকে রাস্তা পারাপারে সর্তক থাকতে বলেন। গাড়ি চালকদের প্রতি তারা আবেদন করেন, যাতে চালকরা সচেতন হয়ে গাড়ি চালায়। আর যাতে কোন মা বাবা তার সন্তান হারা না হয়। কোন সন্তান যেন তার মা বাব না হারায়।

আলোচনা শেষে দিয়া ও রাজীবের আত্মার মাহফিতার করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, আমরা দিনটি উপলক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু কঠোর নিরাপত্তার কারণে তা করতে পারিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...