বস্তির ছেলে থেকে শীর্ষ সন্ত্রাসী

পিবিএ: বস্তির সহজ-সরল ছেলে মোশাররফ করিম। কিন্তু এই সহজ-সরল হয়ে বেশিদিন থাকেন না তিনি। হয়ে উঠেন এলাকার মাস্তান। সন্ত্রাস আর চাঁদাবাজ জগতের শীর্ষ সন্ত্রাসীদের কিং হিসেবে পরিচিত হন।

কিন্তু কেন? কে তাঁর গডফাদার, কে তাঁকে নিয়ে এলো এই অন্ধকার জগতে এবং কেনই বা মোশাররফ করিমরা শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন। সেই গল্প নিয়েই টেলিফিল্ম ‘রাজন দ্যা কিং’।

অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে টেলিফিল্মটির পরিচালক মুরসালিন শুভ। এতে মোশাররফ করিমের নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অর্শা। এছাড়াও অভিনয়ে রয়েছেন, শামীম হাসান সরকার, নওশিন দিশা, শেখ মাহবুব, হেদায়েত নান্নু, জুয়েল আমিন প্রমুখ।

নাটকটি বিষয়ে মোশাররফ করিম বলেন, ‘নাটকটি নিয়ে তো এখনই কিছু বলতে পারবো না। শুধু এতোটুকু বলেবো কাজটি করে আমি তৃপ্তি পাচ্ছি। বাকীটা দর্শক বলবেন দেখার পর।’

গাজীপুরের এক বস্তিতে শুটিং শেষ নাটকটির। পরিচালক জানালেন নাটকটিতে অন্য রকম এক মোশাররফ করিমকে দেখা যাবে। যিনি সাধারণ এক মানুষ থেকে হয়ে উঠেন দুর্ধর্ষ কিং। দিন শেষে আবার সেই জগত থেকে বের হওয়ার তীব্র আকাংখা কাজ করে তার মধ্যে।’

ঈদুল আজহায় নাটকটি কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।

পিবিএ/ইকে

আরও পড়ুন...