পাট থেকে আঁশ সংগ্রহ করার ধুম চলছে সবখানে। এবার বৃষ্টিপাত ও বন্যা হওয়ায় নদী নালা খাল বিল ফসলের মাঠে প্রচুর পানি থাকায় সহজেই পাট জাগ দেয়া গেছে। তাই দল বেধে কোমর পানিতে নেমে জাগ দেয়া পাট থেকে আঁশ সংগ্রহ করছেন কৃষাণ-কৃষাণী। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা এলাকা থেকে তোলা। মঙ্গলবার, ৩০ জুলাই। ছবি : পিবিএ/নাজমুল হাসান নাহিদ

আরও পড়ুন...