পিবিএ ডেস্ক: ব্রাজিলের পার স্টেটের আলতামিরা কারাগারে দুই গ্যাংয়ের দাঙ্গায় কমপক্ষে ৫২ জন কয়েদি নিহত হয়েছেন। কয়েদিরা এক ভবন হতে অন্য ভবনের কারাগারে থাকা কয়েদিদের ওপর হামলা চালালে এমন ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বিবিসি।
প্রতিবেদনে বলে হয়েছে, দেশটির পার স্টেটের আলতামিরা কারাগারে প্রায় ৫ ঘণ্টা ধরে এই দাঙ্গা চলে। কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর হামলা চালায়। একটি সেলে দেওয়া হয় আগুন।
এদিকে কারা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পেয়েছে। হতাহত অন্যদের বেশির ভাগই ধোয়া আচ্ছন্ন হয়ে মারা গেছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, ২০০ বন্দী ধারণ ক্ষমতার ওই কারাগারটিতে বন্দীর সংখ্যা ছিল ৩১১ জন।
ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। ২০১৭ সালের জানুয়ারিতে কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় ১৩০ জনের বেশি বন্দি নিহত হয়েছিল।
এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনে দাঙ্গায় নিহত হয়েছিল ৪০ জন।
পিবিএ/বাখ