কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় দশ হাজার পিস ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক দল। সোমবার (২৯জুলাই) দুপুরে কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুর আহমদের ছেলে মোহাম্মদ আনস (২২), মৃত ইউনুসের ছেলে মোহাম্মদ নুর (২৪), ও কবির আহমদের ছেলে মোহাম্মদ বদি আলম (৩০)।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং ষ্টেশন এর পূর্ব পাশ্বে কমিউনিটি ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিকে অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবা সহ তিন রোহিঙ্গা কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অর্ধ কোটি টাকা।

আটককৃতদের উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদের সোপর্দ করা হয় বলে জানা যায়।

পিবিএ/তাহজীবুল আনাম/বিএইচ

আরও পড়ুন...