দুই চোরসহ থানায় ১৭ গরু


পিবিএ,ভালুকা (ময়মনসিংহ): ভালুকা মডেল থানা পুলিশ রবিরার রাতে টহল দেওয়ার সময় উপজেলার ভরাডোবা থেকে চোর সন্দেহে ১১ টি গরু সহ একটি ট্রাক ও রানা (৩০) ও মনিরুজ্জামান (৩২) নামে ২ চোর কে আটক করে । এ চোরদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়। পরে চোরদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার দুপুরে গাজীপুর থেকে আরো ৬ টি গরু উদ্ধার করে ।

পুলিশ জানায় , ঘটনার রাতে ঘাটাইল উপজেলার সাগরদিগির তোফাজ্জলের ৭ টি , ফুলবাড়িয়া উপজেলার আলমের ১টি , মিনহাজের ১টি ও ভালুকার উথুরা এলাকার ফখরুলের ১টি ,খলিলুরের ২টি,রিনা খাতুনের ৩ টি নাজিরুলের ২টি গরু চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় টহল পুলিশের সন্দেহ হলে চোরদের আটক করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার অফিসার ইনর্চ্জা মোঃ মাঈন উদ্দিন জানান এই চোরেররা আগেও গরু চুরির অপরাধে জেলে গেছে । জামিনে এসে আবার তারা নিরিহ কৃষকের গরু চুরি করছিল। তাদের বিরোদ্ধে মামলা হয়েছে ।

পিবিএ/ আলী আকবর সাজু/জেডআই

আরও পড়ুন...