যাত্রা শুরু করলো “দিয়া রাজিব স্মৃতি বৃত্তি”

পিবিএ রিপোর্ট: ২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূরের দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীবের স্মৃতিকে চিরজাগরুক রাখার জন্য শহীদ রমিজ উদ্দিন(বীরবিক্রম) ক্যান্টনমেন্ট কলেজের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে যাত্রা শুরু করেছে “দিয়া রাজিব স্মৃতি বৃত্তি”।

সোমবার নিহতদের ১ম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভার শেষাংশে “দিয়া রাজিব স্মৃতি বৃত্তি”র আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কলেজের প্রিন্সিপাল নূর নাহার ইয়াসমিন ।

এ সময় নিহত দিয়া খানম ও রাজীবের মা- বাবা, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের স্বাজনরা, কলেজের শিক্ষক, শিক্ষিকাসহ শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান শিপলু ,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ মিন্টু,অর্থ সম্পাদক আকরাম হোসেন , কার্যকরী সদস্য এম জামান স্বাধীন(কলেজের প্রাক্তন খন্ডকালিন শিক্ষক) রুমনসহ উক্ত কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা। এছাড়া পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তদারকিতে ছিলেন প্রাক্তন ছাত্র- ছাত্রী প্রতিনিধি উপদেষ্টা এ কে মুরাদ।

অনুষ্ঠান চলাকালিন সময়েই “দিয়া রাজিব স্মৃতি বৃত্তি”র ফান্ডে অনেকেই নগদ অর্থ প্রদান করে উৎসাহ প্রদান করেন।

গরীব ও মেধাবীদের মাঝে “দিয়া রাজিব স্মৃতি বৃত্তি” প্রদানসহ নানাভাবে শিক্ষার প্রসারে সংগঠনটি যথাযথ ভূমিকা রাখবে বলে পিবিএ’কে জানিয়েছে উদ্যোক্তরা।

 

পিবিএ/জেআই

আরও পড়ুন...