৭২ বছর পর খুলে দেওয়া হলো পাকিস্তানের হাজার বছর পুরনো শিব মন্দির

পিবিএ ডেস্ক: হাজার বছর পুরোনো একটি শিব মন্দির খুলছে পাকিস্তানে। এই মন্দির শেষ ৭২ বছর পুরোপুরিভাবে বন্ধ করা ছিল। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ। যদিও তা সময়ের সাথে রক্ষনাবেক্ষনের অভাবে ক্ষয়ে গেছে। মন্দিরের দেওয়ালে গজিয়ে ওঠা আগাছা বয়ে বেরাচ্ছে সময়ের ছাপ। নেই মূর্তি তবু ঠায় দাঁড়িয়ে মন্দির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই এই পদক্ষেপ করেছে সরকার। দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে মন্দিরের অনেক জায়গারই জীর্ণ দশা। পাক সরকার জানিয়েছে,খুব শিগগিরি মন্দিরের পুনর্নবীকরণ করা হবে।

সিয়ালকোটের ডেপুটি পুলিস কমিশনার বিলাল হায়দর বলেছেন, কোনও বাধ্যবাধকতা নেই, বছরের যে কোনও দিন পুণ্যার্থীরা মন্দির দর্শনে যেতে পারেন।
সর্দার তেজা সিং সিয়ালকোটের ধারোয়ালে তৈরি করেছিলেন শাওয়ালা তেজা সিং মন্দির।

দেশভাগের পর মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান প্রশাসন। তবে মন্দিরে ঢুকতে না পারলেও বাইরে তা দর্শনে যেতেন হিন্দু পুণ্যার্থীরা। কিন্তু ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ওই বছরই হিন্দু পুণ্যার্থীদের একটি দল শাওয়ালা তেজা সিং মন্দির দর্শনে গেলে সেখানে একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তারপর থেকেই মন্দিরটি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...