রাইজিং সান হাই স্কুলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

পিবিএ,ঢাকা: রাইজিং সান হাই স্কুল ও ব্লুমিং সান স্কুলের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে খিলক্ষেতে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ছেলে ধরা গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে স্কুলের সামনে থেকে সচেনতামূলক র‍্যালি বের করা হয়।

র‌্যালিটি স্কুলের সামনে থেকে শুরু করে খিলক্ষেত বটতলা, আমতলা ও খিলক্ষেত বাজার হয়ে আবার স্কুলে এসে শেষ হয়। সচেতনতামূলক বিভিন্ন লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ নেয়।

র‌্যালিতে থেকে বলা হয়, সারাদেশে ডেঙ্গুরোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীদের চাপে হিমশিম অবস্থা। অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ অবস্থায় মশা নিধন ও প্রতিরোধে বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে র‌্যালি থেকে সাধারণ মানুষকে আহবান জানানো হয়। এছাড়াও ছেলে ধরা গুজব, সন্ত্রাসবাদ, জঙ্গি থেকে দূরে থাকতে সবাইকে জনসচেতনা সৃষ্টি করা হয়।

উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ টি এম জসিম উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ শরিয়াত উল্লাহ , প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসিরা।

পিবিএ/এমএসএম

 

আরও পড়ুন...