এবার ডেঙ্গুজ্বরে প্রাণ গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর

পিবিএ ঢাকা: এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপ-পরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আবুল হোসেনের মেয়ে। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...