১০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান কাদেরের

kader-00-PBA

পিবিএ,ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গুকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। চিকিৎসকদের ১০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান । বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জিগাতলায় তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্ধোধন করে তিনি এ কথা বলেন।

স্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চান না তিনি। বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

অন্য যে কোন চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, পাড়া মহল্লা এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাপেক্ষে বিনা মূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে বলেও জানান ওবায়দুল কাদের।

পিবিএ/বাখ

আরও পড়ুন...