শেরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ছে

পিবিএ,শেরপুর: শেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ৩১ জুলাই বুধবার দুপুর ১২ টা পর্যন্ত শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ২১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছ্। তন্মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন।

চিকিৎসকরা বলছেন, ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ি শেরপুর আসার পর জেলা হাসপাতালে ভর্তি হলে স্থানীয় পরীক্ষায় তাদের সনাক্ত করা হয়েছে। নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীরা হলো সুমন মিয়া, তানজিম ইসলাম, সুলাইমান আহমেদ ও রাসেল মিয়া । এরা সবাই মঙ্গলবার রাতে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. খাইরুল কবির সুমন বলেন, বর্তমানে ফ্লুইড ম্যানেজম্যান্টের মাধ্যমে তাদেও চিকিৎসা চলছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। ডেঙ্গু রোগীর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে।

পিবিএ/ নাঈম ইসলাম/বিএইচ

আরও পড়ুন...