চুলের সিথি থাকুক ঠিকঠাক?

পিবিএ ডেস্কঃ আপনারা বিশ্বাস করবেন না, যে, আমরা যখন চুলে সিঁথি করি তা চুলের উপর সুপ্রভাব ও কুপ্রভাব দুই ফেলতে পারে। চুল পড়া ও আগা ফেটে যাওয়া এখন সাধারন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর জন্য আমরা নিজেরাই কম বেশি দায়ী।

চুলের জীবনচক্র অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে এবং হেয়ার স্টাইল তাদের মধ্যে একটি। যারা তাদের চুলকে একই দিকে সিঁথি করেন রোজ তাদের জন্য এটি খুবই খারাপ প্রভাব ফেলতে পারে। একই দিকে প্রতিনিয়ত সিঁথি করে স্টাইল করলে সিঁথি মোটা হয়ে যায় টাক বেড়িয়ে আসে। তাছাড়া চুল পড়ার সম্ভাবনাও বেড়ে যায়।

এক দিকে সিঁথি করলে কী ক্ষতি হয়ঃ আমরা চুলে যখন হেয়ার স্টাইল করি, মানে ধরে দিন রোজ যেভাবে একদিকে সিঁথি করে থাকি তখন চুলের একটা অংশে বেশি প্রেশার পরে। ফলে তা দুর্বল হয়ে ঝোরে পড়তে শুরু করে। তাই সিঁথির অবস্থান না পাল্টালে চুল পড়া বেড়ে যায়। আপনি যদি নিয়মিত একই দিকে সিঁথি করে চুল বাঁধেন, তাহলে একবার আয়নার সামনে গিয়ে ভালো করে দেখুন, সিঁথি করা জায়গার চুল উঠে মাথার স্ক্যাল্প দেখা যাচ্ছে।

একই দিকে সিঁথি করে চুল আঁচড়ানোর আরেকটি খারাপ দিক হল, সূর্যের রশ্মি সরাসরি ওই জায়গায় প্রতিনিয়ত পরার ফলে মাথার ওই অংশের রঙ বাকি অংশের তুলনায় কালো হয়ে যায়। মাথার ওই অংশের ড্রাইনেস বেড়ে যায়। যার ফলে ওখানকার চুল ঝরতে শুরু করে কয়েকদিনের মধ্যে।

আরেকটা সমস্যা আছে একই দিকে সিঁথি করার। যখন আপনি পার্লার বা নিজে হেয়ার স্টাইল করার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন, তখন ড্রায়ারের গরম হাওয়া প্রতিবার ওই একই জায়গায় বেশিমাত্রায় পরে। যার ফলে ওখানের চুল দুর্বল হয়ে যায়, ঝরতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যে টাক দেখা দেয়।

কতদিন অন্তর চুলের সিঁথি বদল করবেনঃ সম্ভব হলে ৩ থেকে ৪ দিন অন্তর হেয়ার স্টাইল বদলান। সিঁথির পজিসান বদলান। রোজ যদি কাজের সুত্রে বাইরে বেরতে হয় তাহলে শনি ও রবিবারের ছুটিতে চুলের স্টাইল পাল্টান। এতে সময়ও বাঁচবে আর চুল পড়া কমবে। কম বা পাতলা চুল হলেও টাকের দেখা অন্তত মিলবে না।
নিয়মিত এটি করলে চুলের একই জায়গায় প্রেশার পরবে না ফলে চুল ঝরা বন্ধ হয়ে যাবে।
চুলে কোন জায়গায় সিঁথি কাটার অসুবিধা হলে এই তিনটে সহজ জিনিস ট্রাই করতে পারেন

কার্বন টেল চিরুনিঃ এটি খুব সহজে কিনে নিতে পারবেন দোকান থেকে বা অনলাইনে। গোটা দুনিয়ার হেয়ার স্টাইলার এটি ব্যবহার করে চুলকে দুভাগে ভাগ করে স্টাইলিং করেন।
ক্লিপস: যদি আপনার চুল চিরুনি দিয়ে সেট হচ্ছে না, তবে ক্লিপ ব্যবহার করুন। আপনি নন-ক্রিজ ক্লিপ ব্যবহার করতে পারেন।

ড্রাই টেক্সচার হেয়ার স্প্রেঃ অনেকদিন ধরে একই দিকে সিঁথি করা থাকলে চুলে সহজে স্টাইল করা যায় না। চুল সেট হতে চায় না। তারজন্য এই ড্রাই টেক্সচার হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। আমরা ড্রাই স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি যাতে স্প্রে আপনার চুল তেলতেলে না করে দেয়।

আরও পড়ুন...