কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু বিরোধী সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিবিএ,জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ও দৈনিক অধিকার বন্ধুমঞ্চ জাককানইবি শাখার যৌথ উদ্যোগে ডেঙ্গু বিরোধী সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রায় ৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে ডেঙ্গু বিরোধী সচেতনতা শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল হাসান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ আহমেদ আকন্দ, নির্ভয়ের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বন্ধুমঞ্চের সাধারণ সম্পাদক মহসিনা সরকার, দুই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

ডেঙ্গু বিরোধী সচেতনতা প্রসঙ্গে মোঃ রাকিবুল হাসান বলেন,ফেলে রাখা টব, পানির বোতলসহ আশেপাশের ময়লা আবর্জনার পরিস্কার না করার কারণে ডেঙ্গুর বিস্তার লাভ করে। এ দিক থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের নিচতলায় যে ময়লা পানি জমেছে তা প্রসাশন অথবা শিক্ষার্থীদের মাধ্যমে পরিস্কার করতে হবে। কারণ এ সকল ময়লা স্থানে ডেঙ্গু মশা বংশ বিস্তার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ আহমেদ আকন্দ বলেন,সাধারণত আকস্মিক তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা , গিঁটে ব্যথা, বমিভাব, পেটে যন্ত্রণা, নাক, মুখ বা মাড়ি থেকে রক্তক্ষরণ হলে ডেঙ্গুর সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়।

ডেঙ্গু সাধারণত ৪ টাইপের হয়। ডেন-১ ,ডেন- ২ , ডেন-৩ ও ডেন-৪ । প্রথম দুই টাইপে আক্রান্ত রোগীদের মৃত্যুর ঝুঁকি কম থাকে। তৃতীয় টাইপে অসুস্থতার মাত্রা বেড়ে যায় ফলে চতুর্থ টাইপে রক্ত ক্ষরণ হলে ৭৫% মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই যথাযথ সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।

সম্পূর্ণ সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর শফিক বাপ্পির সঞ্চালনায় সম্পন্ন হয়েছে।

পিবিএ/আশিক আরিফিন/এমএসএম

আরও পড়ুন...