হাতের রগ কেটে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

পিবিএ,ঢাকা: সার্জারিক্যাল ব্লেড দিয়ে হাতের রগ কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরমান শাহরিয়ার নামের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে আত্মহত্যা চেষ্টা করেন তিনি। আত্মহত্যার চেষ্টা চালানোর পর ফজলুল হক মুসলিম হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঠিক কি কারণে আরমান আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এর কারণ হিসেবে তার বন্ধুরা জানান, আরমানকে বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এই কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...