পিবিএ,ঢাকা: রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু নিয়ে নানা দুঃসংবাদের মধ্যেই আশার আলোও আছে বলে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলছেন, আশা নিয়েই আমরা বেঁচে থাকি, আশার আলোও আছে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ে চারিদিক থেকে বিভিন্ন রকমের দুঃসংবাদ, বিভিন্ন রকমের আতঙ্কিত হবার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে; ঠিক তেমনিভাবে আরেকদিকে আশার আলোও আছে। আশা নিয়েই আমরা বেঁচে থাকি, আশার আলোও আছে।’
‘‘সুপরিকল্পিত কর্মসূচির ভিত্তিতে কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্যমাত্রা আমরা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই পরিস্থিতি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো।’’
সেসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি ওয়ার্ডে কোনো ডেঙ্গু নেই বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘দেশব্যাপী মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে’র উদ্বোধন অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন সাঈদ খোকন।
সেদিন তিনি বলেন: ‘মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। সাড়ে তিন লাখ আক্রান্তের যে তথ্য এসেছে, তা কাল্পনিক ও সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।’
পরে অবশ্য এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে তিনি পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করতে বাধ্য হন। বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তিন ডেঙ্গু পরিস্থিতিকে রোহিঙ্গাদের প্রজনন ক্ষমতার সঙ্গে তুলনা করেন।
ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই- মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন।
এরপর সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়রকে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেয়ার বিষয়টিও নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পিবিএ/বাখ