পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২ টায় অত্যাধুনিক বিদ্যালয় ভবনটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি জয়নাল আবেদিন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, মানিকছড়ি ১নং ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বড়ুয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ নানা শ্রেনি পেশার মানুষ।
২০১৮–১৯ অর্থ বছরে NDIGPS প্রকল্পের আওতায় ফটিকছড়ি ঠিকাদারি প্রতিষ্ঠান মির্সাস এইচ এস এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে এলজিইডি অর্থায়নে (৭৬,৮৬,০০০) টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়।বিদ্যালয় ভবনটি মানিকছড়ি উপজেলার একটি দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক ভবন।
পিবিএ/জাকির হোসেন/বিএইচ