পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসায়িক বিরোধে মোঃ ফারুক (২৮) নামে এক যুবলীগ কর্মীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
সোমবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামে পতেঙ্গা থানার মাইচপাড়া পুরাতন কন্ট্রোল মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. ফারুক পতেঙ্গা থানার কাটগড় এলাকার মৃত খাজা আহমেদের ছেলে। নিহত ফারুক বর্তমানে মাইচপাড়ার
আবুল কালামের ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ভাই মো.ওয়াসিম বলেন, রোববার রাত ৮ টার পর থেকে ফারুক নিখোঁজ ছিল। গত ৫ বছর ধরে সে মাইচপাড়ায় থাকত। ফারুক পাইকারি সবজি বিক্রেতা। দীর্ঘদিন ধরে ফারুক যুবলীগের
রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক কোন্দলের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনাস্থলে পরিদর্শন করেছেন মহানগর পুলিশের (বন্দরজোন) সহকারি পুলিশ কমিশনার (এসি) জাহেদুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ফারুককে শারীরিকভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। তার শরীরে সামনে-পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যার কারণ বের করা হয়েছে বলে তিনি জানান।
পিবিএ/জেডআই