নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদের ছুটি বাতিল

পিবিএ,ঢাকা: নৌপথে মানু‌ষের ঈদযাত্রা নিরাপদ কর‌তে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

ঈদে ঘরমুখো ও উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিতকরণে নৌপরিবহন মন্ত্রণালয় এবং অধীন তিন সংস্থার ঈদের এ ছুটি বাতিল করা হলো।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ছুটিও বাতিল করা হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...