ডেঙ্গু নিয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: রিজভী

দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যার হিড়িক চলছে: রিজভী

পিবিএ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এদের মধ্যে কারো কারো প্রাণহানিও ঘটছে। অথচ এই সংকট মোকাবেলায় জন-বিদ্বেষী সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না।’

বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন। র‌্যালি অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি বলেন,ডেঙ্গু আতঙ্কে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এদের মধ্যে কারো কারো প্রাণহানিও ঘটছে। অথচ এই সংকট মোকাবেলায় জনবিদ্বেষী সরকারের যথাযথ উদ্যোগ নেই। ভোট চুরি করে ক্ষমতাসীন হওয়ায় জনগণ বর্তমান সরকারকে ঘৃণা করে। আর এজন্য তারা জনগণকে শত্রু বলে মনে করে।

তাই প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী মন্ত্রী-নেতারা বাগাড়ম্বর বক্তব্য প্রদান ছাড়া সমস্যা সমাধানে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুধু মিটিং-মিছিলের রাজনীতি করে না, বিএনপি নেতাকর্মীরা ঝড়-জলোচ্ছ্বাস-বন্যাসহ সংক্রামক ব্যাধিজনিত মহামারী মোকাবেলা করতেও জনগণের পাশে থাকে।

ডেঙ্গু সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতাকে দায়ী করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান রিজভী।

পিবিএ/ইকে

আরও পড়ুন...