পিবিএ ডেস্ক: চীন এবার চালকবিহীন গাড়ি তৈরি করছে । শিগগিরই এই গাড়িটি দুবাই ,আবু ধাবি, সহ বিভিন্ন শহরের নির্বাচিত কিছু রাস্তায় এই গাড়ি পরীক্ষা শুরু হবে।
এজন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমীরশাহীর সঙ্গে চুক্তিবদ্ধ হল চীনের কোম্পানি নিওলিক্স। এই দুই দেশের রাস্তায় ড্রাইভার বিহীন গাড়ি পরীক্ষামুলকভাবে চালাবে চীনের কোম্পানিটি। যেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে সেই অঞ্চলের জন্য বিশেষ ড্রাইভার বিহীন গাড়ি তৈরির কাজ করছে নিওলিক্স। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর রাজপুত্র মহম্মদ বিন জায়েদ আল-নাহয়ান। সেখানেই চীনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
এছাড়াও চীনের অ্যাপ ট্যাক্সি কোম্পানির প্রধান ডিডি চুশিং সিম্ফনির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। সৌদি আরবের কোম্পানি সিম্ফনি চীনে নিজেদের সদর দপ্তর খুলতে রাজি হয়েছেন। যদিও এই চুক্তি সম্পর্কে বেশি তথ্য প্রকাশ হয়নি।
পিবিএ/ইকে