রাত ৩টায় আগুনে বস্তির অর্ধশত ঘর আগুনে পুড়ে ছাই

পিবিএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা কারাগারের কাছে সিএনজি পাম্পসংলগ্ন জলাধারের ওপর গড়ে ওঠা ওই বস্তিতে গভীর রাতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় ওই বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা কারাগারের কাছে সিএনজি পাম্পসংলগ্ন জলাধারের ওপর গড়ে ওঠা ওই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও বাড়িসহ প্রায় ৭০টি গরু পুড়ে গেছে।

এ বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০-৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...