পিবিএ, খুলনা: খুলনায় সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুকুর থেকে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে রাত ১১ টার দিকে কলেজের পুকুর পাড়ে একজোড়া জুতা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি ওই কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরী করতেন। তার এক বছর বয়সের একটি ছেলে আছে।
বয়রা সদর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল আল রাজু জানান, আমরা রাত পৌনে ১২টার দিক খবর পাই স্থানীয়রা সন্দেহ করছে এখানে একজন ডুবে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু নির্দিষ্ট ছিলনা যে ডুবে গেছে। তারপর আমরা দুটি ইউনিটের মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করি।
খালিশপুর থানার ওসি জানান, সোহেল মৃগী রোগী ছিলেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পিবিএ/ শেখ হারুন অর রশিদ/জেডআই