পিবিএ.ঢাকা: রোগীর সংখ্যা বিপুল। প্রায় হাসপাতালেই দীর্ঘ সাড়ি। কিন্তু রোগীর তুলনায় ডাক্তার নেই। চিকিৎসক সঙ্কটে দীর্ঘ সময় হাসপাতালের জরুরি বিভাগের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এই অবস্থা সরকারি ছুটির দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতালের।
হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভিড়। শিশুদের জ্বর নিয়ে আতঙ্কিত অভিভাবকরা। ঢাকা শিশু হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২৮ শিশু ভর্তি রয়েছে। হঠাৎ করেই রোগী বেড়ে যাওয়ায় বেগ পোহাতে হচ্ছে ডাক্তার, নার্সদের।
এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। সর্দি-জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে লাইনে দাঁড়িয়েছেন অভিভাবকরা। এভাবে সকাল থেকে কয়েক ঘণ্টা দাঁড়ালেও চিকিৎসকের দেখা পাননি তারা।
শুক্রবারে বিভিন্ন হাসপাতালে ডাক্তার কম থাকেন। ডাক্তার না পেয়েও শিশু রোগীদের নিয়ে অনেকে শিশু হাসপাতালমুখো হন। কিন্তু সেখানেও হতাশ হতে হয়েছে তাদের। বেসরকারি একটি হাসপাতালে ডাক্তার না পেয়ে দেড় বছর বয়সী সন্তানকে নিয়ে শিশু হাসপাতালে ছুটে যান মগবাজারের শারমিন সুলতানা। কিন্তু সকাল ১১টা পর্যন্ত চিকিৎসকের দেখা মেলেনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবারে শুধু জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে দু’জন ডাক্তার রয়েছেন। ঢাকা শিশু হাসপাতালে ডাক্তার এ কে এম জাহাঙ্গীর কবীর সাংবাদিকদের জানিয়েছেন, হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় বেগ পোহাতে হচ্ছে। এজন্য শুক্রবারের দিনেও আরও ডাক্তারদের ডিউটি করতে বলা হয়েছে।
পিবিএ/বাখ