ডেঙ্গুজ্বরে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু

পিবিএ,ঢাকা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার (১ আগষ্ট) রাতে মারা গেছেন। মালিহা মাহফুজ অন্নি নামের ওই ছাত্রী বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (বিইউএফটি) ছাত্রী ছিলেন। সর্বশেষ তিনি একটি প্রতিষ্ঠানে এসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে পুরো ডেঙ্গুর মৌসুম শেষ হওয়ার আগেই এ পর্যন্ত ১৯ হাজার ৫১৩ জন এবং গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। প্রতি ঘণ্টায় হাসপাতালে ভর্তি হচ্ছেন ৭১ জন ডেঙ্গুরোগী। সারাদেশে মৃত্যু হয়েছে ১৪ জন ডেঙ্গু রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সূত্রে জানা যায়, এ বছরের জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৫১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৮৩৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৬৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের।

পিবিএ/বাখ

আরও পড়ুন...