জাতীয় সংকটের দিকে ধাবিত হচ্ছি আমরা: মান্না

পিবিএ,ঢাকা: সরকারের নির্যাতন এমন একপর্যায়ে পৌঁছেছে যে তাদেরকে জাতিসংঘের নির্যাতনবিরোধী সংস্থা ‘কমিটি অ্যাগেইনস্ট টর্চার-ক্যাট’র মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “সরকারের নির্যাতন এমন একপর্যায়ে গেছে যে, এখন জাতিসংঘের নির্যাতন সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকারকে নির্যাতনবিরোধী কমিটির (ক্যাট) মুখোমুখি হতে হয়েছে।”

এসময় বলেছেন, ডেঙ্গু জ্বরের সিজন এখনো তিন মাস বাকি। আগামী সেপ্টেম্বরে এটা সর্বোচ্চ পর্যায়ে ওঠার কথা। একটা জাতীয় সংকটের দিকে ধাবিত হচ্ছি আমরা। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় সরকারের দায়িত্বশীলদের আরও সতর্ক হতে হবে।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, “ডেঙ্গু জ্বরকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে তা মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প স্থাপন করে প্রতিদিন মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে।”

এছাড়া প্রতিটি ক্লিনিক ও হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...