বাঙালি সাংস্কৃতিকে অপমান করলেন নোবেল

পিবিএ: একটি লাইভ অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে অপমানের অভিযোগ উঠল বাংলাদেশি গায়ক নোবেলের বিরুদ্ধে ৷ এই মন্তব্যের পর সমালোচনায় তার ভক্তরাও ৷ গায়িকা ইমন চক্রবর্তীও ৷ ফেসবুক পোস্টে নোবেলকে সামনে পেলে মারধরের ইচ্ছা প্রকাশ করলেন তিনি ৷ সম্প্রতি জি বাংলার রিয়ালিটি শো ‘সা-রে-গা-মা-পা’ শেষ হয়েছে ৷ তাতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী নোবেল ৷ তবে তার গুণমুগ্ধরা এই ফলাফলে মোটেও খুশি নন ৷ অনেকের দাবি, নোবেলের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছে ওই চ্যানেল কর্তৃপক্ষ ৷ প্রতিযোগীদের যোগ্যতা নির্ণয়ও সঠিকভাবে হয়নি বলেই দাবি নোবেলের অনুরাগীদের ৷ আপাতত বাংলাদেশেই রয়েছেন মাঈনুল আহসান নোবেল ৷ সেখানেই একটি সাক্ষাৎকার দিতে দেখা যায় ঘরের ছেলেকে ৷ ওই অনুষ্ঠানে নোবেলের বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷ আর তারপরই নোবেলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন ভক্তদের একাংশ ৷ কিন্তু প্রশ্ন হল ওই সাক্ষাৎকারে কী এমন বলেছিলেন, বহু মানুষের মনজয় করা গায়ক নোবেল ? সঞ্চালকের সঙ্গে কথোপকথন চলাকালীন স্বভাবতই আসে রবীন্দ্রনাথের প্রসঙ্গ ৷ আর তখনই নোবেল বলেন, ‘‘রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি ৷ এমনকি এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল।’’ একটি লাইভ অনুষ্ঠানে কীভাবে একজন গায়ক কিভাবে রবীন্দ্রনাথকে অপমান করতে পারেন, তা নিয়ে আলোচনা হচ্ছে প্রায় সর্বত্রই ৷ নোবেলের মন্তব্যের বিরোধিতায় সুর চড়িয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ সাক্ষাৎকারটি দেখার পর নোবেলকে ‘ মারধরের ’ ইচ্ছা করে বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি ৷ ইমন বলেন, ‘‘শুধুই যে নোবেল বাংলাদেশকে অপমান করেছেন, জাতীয় সংগীতের অবমাননা করেছেন এমন নয়, বাঙালির সাংস্কৃতিক আত্ম্যাভিমানে আঘাত করেছেন। একজন শিল্পী হিসেবে আমি এর প্রতিবাদ করেছি।’’ পাশাপাশি ইমনের আরও দাবি, নোবেল তার থেকে বয়সে অনেকটাই ছোট ৷ তাই বড় বোনের মতো তাকে শাসন করতে চেয়েছেন ৷

পিবিএ/এমআই

আরও পড়ুন...