পিবিএ: পেশাদার গল্পকারদের বাইরে এবার অভিনেতা-অভিনেত্রীরাও নাটকে নিজেদের গল্প ভাবনা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কয়েকজন নির্মাতাও সেই অভিনয়শিল্পীদের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, অভিনয়শিল্পীরা শুধু তাদের ভাবনাটাই শেয়ার করছেন।
গল্প লিখছেন কিন্তু অন্যজন। অভিনয়শিল্পীদের মধ্যে অনেকেই পুরো স্কিপ্ট তৈরি করে তবেই নাটক নির্মাণ করেন। কিন্তু এ সময়ের শিল্পীরা শুধু ভাবনা শেয়ার করার মধ্যেই সীমাবদ্ধ। কিছুদিন আগে থেকে মেহজাবিন চৌধুরী এই ধারার সঙ্গে যুক্ত হন। এবার যুক্ত হলেন আফরান নিশো। তার গল্প ভাবনায় মাহমুদুর রহমান হিমি ঈদের জন্য একটি নাটক নির্মাণ করেছেন।
এ নাটকে আবার নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকের নাম ‘ভিউ (পারস্পেক্টিভ ম্যাটারস)’। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। এ নাটক প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘দর্শকের অনেক অভিযোগ থাকে প্রায় সময়ই যে গল্পে ভিন্নতা নেই, নতুনত্ব নেই। তাদের কথা মাথায় রেখেই কিন্তু এ নাটকের গল্পটা নিয়ে আমি ভেবেছি। আমার ভাবনাটাই পরিচালক হিমির সঙ্গে শেয়ার করেছি। তার ভালোলাগায় গল্পটি নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। অবশেষে আমি ও মেহজাবিন নাটকটির গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’
মেহজাবিন বলেন, ‘এর আগে হিমি ভাই আমার গল্পে একটি নাটক নির্মাণ করেছেন। এবার আফরান নিশো ভাইয়ার গল্পে আমি এবং নিশো ভাইয়া কাজ করেছি। এ নাটকটির গল্পও আমার ভীষণ পছন্দের। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ আগামী ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।
পিবিএ/এমআই