রংপুর থেকে ঢাকাগামী দুটি নতুন ট্রেন সেপ্টেম্বরের মধ্যে চলাচল করবে: রেলপথমন্ত্রী


পিবিএ,রংপুর: রংপুর থেকে ঢাকাগামী দুটি নতুন আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন। নতুর যাত্রীবাহী কোচ দিয়ে ট্রেন দুটি চলাচল করবে বলে জানান তিনি।

শুক্রবার বিকেল ৬ টায় রংপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।

নূরুল ইসলাম সুজন বলেন, চলতি বছরে একটি যাবে রংপুর থেকে পার্বতিপুর হয়ে। আর অপরটি যাবে কুড়িগ্রাম থেকে রংপুরের কাউনিয়া হয়ে ঢাকা অভিমুখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বন্যায় গাইবান্ধায় ৭ কিলোমিটার রেলপথ বন্যার পানিতে ভেসে গেছে। রেল যোগাযোগও বন্ধ ছিল। গত ১৭ জুলাই থেকে সেখানে একটি ট্রেন আটকা ছিল আমি আসার পর ট্রেনটি উদ্ধার করা হয়েছে। ঈদের আগে ক্ষতিগ্রস্থ রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি জানান।

রেলপথ মন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগীয় শহরে তিন-চারটি করে ট্রেন চলাচল করে। সেই দিক থেকে রংপুর বিভাগ পিছিয়ে আছে। উত্তরাঞ্চলে রেলের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। নতুন ২৬টি কোচ বন্দরে খালস করা হচ্ছে। খালাসের অপেক্ষায় আরো একটি জাহাজ। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আওয়ামীলীগের পক্ষে থাকার জন্য দেশের মানুষের প্রতি আহবান জানান। এসময় রেলের জায়গায় অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য রেল কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন,রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর জেলা প্রশাসক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রণিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম

আরও পড়ুন...