ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ : আছাদুজ্জামান মিয়া

পিবিএ,ঢাকা: এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছনতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছনতা কার্যক্রম চলাতে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার( ০৩ আগস্ট) সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছনতা অভিযানে ডিএমপির ৫০ হাজার সদস্যকে এ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সেই চেষ্টা করা হবে। আছাদুজ্জামান মিয়া আরও বলেন, শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। নিজে নিজের আঙ্গিনা পরিষ্কার করতে হবে।

ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুন বেড়েছে বলেও জানান তিনি। এরপর কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষা বৃত্তি প্রদান করেন। সকাল ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল অফিস যেমন-ডিসি অফিস, থানা, ফাঁড়ি, কন্ট্রোলরুম, মেস ও ডাইনিং ইত্যাদি স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। এ অভিযানে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তিনি আরো বলেন, আমরা জানি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এডিস মশার কারণে। এই এডিস মশা ড্রেনে, স্বচ্ছ ও বদ্ধ পানিতে, পুকুরের আবর্জনা, ফলের খোসা ও ফুলের টবে জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। আমরা এডিস মশা নিধনের ঔষধ ও ফগার মেশিন কিনেছি। ফগার মেশিনের মাধ্যমে আমরা ঔষধ ছিটিয়ে এডিস মশার লার্ভাকে ধ্বংস করব। আর যদি এডিস মশার লার্ভাকে ২৪ ঘন্টার মধ্যে ধ্বংস করতে পারি তাহলে আমাদের আর ডেঙ্গু ছড়াবে না। ইতোমধ্যে আমরা পুরাতন গাড়ি, বিভিন্ন সরঞ্জামাদি, গাড়ির টায়ার টিউব যেখানে রয়েছে তা পরিস্কার করা হচ্ছে, যাতে পানি জমা না হয় সে উদ্যোগ আমরা নিয়েছি।

কমিশনার বলেন, শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগ এই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবে না। এই ডেঙ্গু প্রতিরোধে নগরবাসী ও জনগণকে এগিয়ে আসতে হবে। যার যার আঙিনা তাকে তাকে পরিস্কার করতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব। ডেঙ্গু শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৬০-৭০ লক্ষ মানুষ গ্রামে যাবে। এখনই যদি ঢাকার এডিস মশা নিধন করতে না পারি তাহলে ডেঙ্গু গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আমরা শুধু ডিএমপি’র ইউনিটগুলো পরিস্কার করছি না, ডিএমপি’র বিভিন্ন থানার ৩০২ বিটের পাড়া মহল্লায় সচেতনতা কর্মসূচি গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও ডিসিদের নির্দেশ দিয়েছি। এছাড়াও সিটি কাউন্সিলর ও কমিউনিটি পুলিশ সাথে নিয়ে মহল্লাবাসীদের একত্রিত করে সবাইকে সচেতন করে যার যার এলাকায় স্বচ্ছ পানি জমা রয়েছে যেখানে এডিস মশার প্রজনন হতে পারে সেসব এলাকা পরিস্কার করে ঔষধ ছিটানোর জন্য বলা হয়েছে। আমরা যদি পুরো শহরকে এভাবে পরিস্কার পরিচ্ছন্ন করি তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে।

উল্লেখ্য, গত ১ লা আগস্ট ২০১৯ তারিখ ডিএমপি কমিশনার সকল ইউনিটের সদস্যদেরকে আজ সকাল ৭টা হতে ১০টা পর্যন্ত তাদের স্ব স্ব অফিস ও তার আশপাশ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় নির্দেশনা দেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...