ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর

পিবিএ,ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মোট কতজন মারা গেছে, তার সঠিক হিসাব এখন দেওয়া সম্ভব নয়। খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে। ডেঙ্গু রোগ টেস্ট করার রিএজেন্ট ও কিটের অভাব হবে না। এরইমধ্যে ওষুধ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

পিবিএ/বাখ

আরও পড়ুন...