মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের জন্য লাল কার্ড জারি

 

পিবিএ: শনিবার মুম্বই ও এর আশেপাশের শহরগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আবহাওয়া অধিদপ্তর আজ বেলা দেড়টায় ৪.৯০ মিটার উচু জোয়ারের সতর্কতাও জারি করেছে। মহারাষ্ট্রের রত্নগিরি এবং সিন্ধুডুর্গ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার হয়েছে এবং পশ্চিম তীরে উপকূলীয় আবহাওয়ার পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

আইএমডি জারি করা সতর্কতার পরিপ্রেক্ষিতে মুম্বাই পৌর সিকর্পোরেশন (বিএমসি) নাগরিকদের জন্য একটি ‘সৈকত সুরক্ষা আবেদন’ জারি করেছে । এক নাগরিক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা নাগরিকদের সমুদ্রের কাছাকাছি ভ্রমণ বা জলাবদ্ধ অঞ্চলে হাঁটা বন্ধের হুশিয়ার দিয়েছি।”

পিবিএ/এমআই

আরও পড়ুন...