পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬থশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কথিত সাংবাদিক ও উপজেলা পোষ্ট-ই-সেন্টারের উদ্যোক্তা শ্রী বিশ্বনাথ রায় (২২) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। রোববার সকালে আটক ওই কথিত সাংবাদিককে জেলহাজতে পাঠানো হয়েছে ।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে একটি দল জেলার নাগেশ্বরী উপজেলার মাইনুদ্দিনের তেপথি থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করেন তারা। পরে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
আটক শ্রী বিশ্বনাথ ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ ঠোস গ্রামের শ্রী অনন্ত রায়ের ছেলে। সে নিজেকে অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি হিসাবে পরিচয় দেয়।
পিবিএ/মনিরুল ইসলাম বাবু/ইকে