অবিবাহিত হৃদরোগীদের মৃত্যু ঝুঁকি বেশি!

পিবিএ ডেস্ক: বিবাহ মানেই দায়িত্ব বেড়ে যাওয়া, টেনশন আর বন্দীজীবনে আটকে পড়া- অবিবাহিতরা হরহামেশাই এমন বক্তব্য দিয়ে থাকেন।

তবে সম্প্রতি এক গবেষণায় বলা হচ্ছে, হৃদরোগীদের ক্ষেত্রে বিবাহিতদের তুলনায় অবিবাহিত রোগীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা ৪০ শতাংশ বেশি।

আমেরিকান হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের জার্নালে এ রিপোর্ট প্রকাশিত হয়েছে। খবর মেডিকেল নিউজ টুডের।

আটলান্টার অ্যামোরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অফ মেডিসিন আরসেদ কুউমির নেতৃত্বে এ গবেষণা চালানো হয়।

প্রফেসর আরসেদ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বিবাহিত ও অবিবাহিত হৃদরোগীদের এই পার্থক্য দেখে আমিও বিস্মিত হয়ে যাই।’ বিয়ের ফলে প্রাপ্ত ‘সামাজিক বন্ধন’ কারণ হিসেবে মনে করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের যে কোনোও রোগেই মৃত্যুর সম্ভাবনা ২৪ শতাংশ বেশি। আর হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা ৪৫ শতাংশ।

হৃদরোগীদের ক্ষেত্রে বিবাহিতদের তুলনায় অবিবাহিত রোগীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা ৪০ শতাংশ বেশি।

মোট ছয় হাজার ৫১ জন রোগীর উপরে এই সমীক্ষা চালানো হয়। রোগীদের গড় বয়স ছিল ৬৩ বছর।

দেখা গেছে সুখী দাম্পত্যে জীবন কাটানো রোগীদের তুলনায় অবিবাহিত, ডিভোর্সিদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি।

প্রসঙ্গত, পূর্বেও গবেষকরা বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে এমন অনেক গবেষণা চালিয়েছেন।

২০১৬ সালের এক গবেষণায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়াগোর গবেষকরা জানিয়েছিলেন, অবিবাহিত মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মৃত্যুর সম্ভাবনা বিবাহিতদের তুলনায় ২০ শতাংশ বেশি।

এছাড়ও বিবাহিতরা অবিবাহিতের চেয়ে অনন্ত ১০ বছর বেশি বাঁচে বলে এক গবেষণায় প্রকাশ হয়েছিল।

নয় হাজার ব্যক্তির উপর গবেষণা চালিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্সটিটিউট অব এডুকেশন ওই প্রতিবেদন প্রকাশ করেছিল।

পিবিএ/ইকে

আরও পড়ুন...