পিবিএ,র ভিডিও বার্তার ২১ দিন পর স্বামীকে ফিরে পেলেন তানিয়া

পিবিএ,ঢাকা: নিখোঁজ স্বামীকে ফিরে পেতে গত ১৫ জুলাই পিবিএ’র কার্যালয়ে ছুটে আসেন অন্তঃসত্ত্বা তানিয়া আক্তার। সাথে ছিলো তার একমাত্র ছেলে। স্বামী আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)কে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে আকুল আবেদন জানিয়েছিলেন তিনি। স্বামী সন্তান নিয়ে ঈদ করতে চেয়েছেন তানিয়া আক্তার। তার দেয়া ভিডিও বার্তা এবং সংবাদ পিবিএ তে( প্রেস বাংলা এজেন্সি) প্রকাশিত হলে দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলে।

অবশেষে ২১ দিন পর স্বামীকে ফিরে পেলেন তানিয়া আক্তার। সোমবার (৫ আগস্ট) সকালে বাসায় ফিরে আসেন অপহৃত আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)।

পিবিএকে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ইমরান। তবে এই বিষয়ে তিনি কিছু বলতে রাজি হন নি।

স্বামীকে ফিরে পেয়ে পিবিএকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তানিয়া আক্তার।

গত ১৫ জুলাই দুপুরে হঠাৎ করেই সাথে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে পিবিএ’র কার্যালয়ে আসেন ক্লান্ত, হতাশাগ্রস্থ এক গৃহবধূ। তার অপহৃত স্বামীকে ফিরে পেতে সংবাদ প্রকাশ ও ভিডিও বার্তায় কথা বলার জন্য আবেদন করেন তিনি। গৃহবধূর নাম তানিয়া আক্তার।

ভিডিও লিঙ্ক:

https://www.facebook.com/sangbadik.net/videos/710800992703150/

তিনি পিবিএকে জানান, গত ২ মে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে অপহৃত হন শাহীন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউজ অফিসের সামনের ফুটপাত থেকে তাকে তিন ব্যক্তি ধরে জোড় করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমরা পরের দিন সিসিটিভির ফুটেজে তার অপহরণের ঘটনা দেখতে চাই। পরে তার সন্ধানে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন স্বজনরা।

তিনি বলেন, আমি অন্তস্বত্তা আমার শরীর অনেক অসুস্থ। ডাক্তার আমাকে বলেছে বিশ্রামে থাকতে। কিন্তু নিখোঁজ স্বামিকে ফিরে পেতে সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছি। তিনি পিবিএ’র কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, আমার সন্তান বাবার জন্য রাতে ঘুমায় না। বাবার সাথে ঘুমাতে চায়।

 

পিবিএ/বাখ

আরও পড়ুন...