পিবিএ ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য বহুল কাঙ্ক্ষিত এডিস মশার ওষুদের নমুনা অবশেষে ঢাকায় এসে পৌছেঁছে।
আজ সোমবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো ঢাকায় এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি জানান, সোমবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো ঢাকা আনা হয়েছে।
তবে ওষুধের নমুনা কোন দেশ থেকে এসেছে বা তার নাম কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।
এর আগে গত ২৯ জুলাই ঢাকার দুই সিটি করপোরেশন ও সরকারের কাছে মশা নিধনের কার্যকর ওষুধ কবে দেশে আনা হবে জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পরে ১ আগস্ট সিটি করপোরেশনের আইনজীবীরা জানান, ওষুধ আনার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, সরকারেরও দায়িত্ব রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ওই দিনই এডিস মশা নিধনের কার্যকর ওষুধ আনার ব্যাপারে জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেছিল হাইকোর্ট। পরে এলজিআরডি সচিব হাইকোটকে জানান, এডিস মশা নিধনের কার্যকর ওষুধ ‘ম্যালাথিয়ন’ বিদেশ থেকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
পিবিএ/ইকে