পিবিএ ডেস্ক: আগামীকাল ৬ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেছে “জাতীয় মুক্তিমঞ্চ”। আলোচনা সভায় দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি উত্তরণের উপায়, যেমন- (১) ডেঙ্গু মহামারি (২) নাজুক অর্থনৈতিক অবস্থা, শেয়ার বাজার ও ব্যাংকের টাকা লুণ্ঠন এবং বিদেশে টাকা পাচার (৩) ভয়াবহ বন্যা ও অপর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা (৪) রাজনৈতিক সংকট (৫) গজব ও গুজব নিয়ে আলোচনা করা হবে। মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে ও সঞ্চালনায় গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর কর্নেল অলি আহমদ, বীর বিক্রম (অব.)।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক কেবিনেট সচিব ডক্টর সা’দত হোসেন, সাবেক সচিব মোফাজ্জল করিম, এলডিপি’র মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ, সাবেক এমপি গোলাম মওলা রনি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ ইব্রাহিম খালেদ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মহিউদ্দিন, ডক্টর প্রফেসর আবদুল লতিফ মাসুম, ডক্টর নেয়ামুল বশির, মুফতি মুনির হোছাইন।
পিবিএ/বিএইচ