পিবিএ ,পাবনা : ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাবনার এক শিশুর। ডেঙ্গু জ্বরে অক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে। তার পরিবার জানান সোমবার ভোর ৪ টার দিকে পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মেজর কে.এস মাহমুদের ছেলে খন্দকার আবু সাফার ছোট মেয়ে নায়ছা খাতুন (৫মাস)।
তার পরিবার আরো জানান ঢাকায় বসবাস করতেন তার পবিবার। হঠাৎ নায়ছার জ্বর হলে ঢাকায় একটি বে-সরকারি হাসপাতালে গত শনিবার ভর্তি করেণ তার বাবা। আজ ভোর বেলা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু বাচ্ছা নায়ছার। আজ বাদ আসর নামাজে পাবনা অরিফপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
পিবিএ/মাসুদ রানা/জেডআই