টঙ্গীতে ব্যবসায়ীর উপর হামলা : গ্রেফতার ২

পিবিএ,টঙ্গী: টঙ্গীর সাতাইশ এলাকায় জে.এম.এস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মনির হোসেনের উপর হামলার ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে নাজমুল হাসান সিমুল ও মাহফুজ সিকদার নামের দুই জনকে এ মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ মামলার অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন সিজান, হেলাল সরদার ও এনামুল হক সজল পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মনির হোসেন সুনামের সহিত এলাকায় জে.এম.এস ক্যাবল নেটওয়ার্ক সরকারি লাইসেন্স যাহার রেজি: নং-১৪২ প্রতিষ্ঠানের মাধ্যমে সাতাইশ এলাকায় ডিস ও ইন্টারন্যাট সংযোগের ব্যবসা করে আসছে।

বেশ কিছুদিন যাবত স্থানীয় সন্ত্রাসী মোয়াজ্জেম হোসেন সিজনের নেতৃত্বে তার কাছে প্রতি মাসে দেড় লাখ টাকা করে চাঁদা দাবী করে। কিন্তু ব্যবসায়ী মনির হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় তার ডিস ও ইন্টারন্যাট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ইতিপূর্বে মনির হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা সাতাইশ এলাকায় মনির হোসেনকে একা পেয়ে তার পথরোধ করে হামলা করে এবং তাকে হত্যা করার হুমকি প্রদান করে।

কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা ব্যবসায়ী মনির হোসেনকে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ও দোকানীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে এবং ব্যবসায়ী মনির হোসেনের কাছ থেকে নগদ টাকাসহ তার সর্বস্ব লুট করে নিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, মোয়াজ্জেম হোসেন সিজন, নাজমুল হাসান শিমুল, হেলাল সরদার, এনামুল হক সজল, মাহফুজ টঙ্গীর সাতাইশ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের কাছে এলাকার

সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কেউ নতুন বাড়ি করলে তাদের চাঁদা দেয়া ছাড়া বাড়ি করতে হয়রানির শিকার হতে হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
পিবিএ/মৃণাল চৌধুরী সৈকত/ইকে

আরও পড়ুন...