আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি কনস্টেবলের মৃত্যু

পিবিএ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এক কনস্টেবল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার নাম ফারুক। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফারুক বাংলাদেশ পুলিশের সদস্য। সে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএএনএফপিইউ-১ (রোটেশন-৫) মিনাসমা, মালিতে কর্মরত ছিল।

আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ কখন ঢাকায় আনা হবে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি পুলিশ সদরদফতর।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...