ইতালি থেকে বেড়াতে এসে ডেঙ্গুতে লিপির মৃত্যু

পিবিএ, ঢাকা: স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন ইতালি প্রবাসী হাফসা লিপি (৩৪)। কথা ছিলো ছুটি কাটিয়ে আবারও ফিরে যাবেন ইতালি। কিন্তু দেশে ফিরেই তিনি ডেঙ্গুজ¦রে আক্রান্ত হন। অবশেষে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান লিপি।

সূত্র জানায়, হাফসা লিপির স্বামী সর্দার আবদুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। দুই সন্তান অলি (১২) ও আয়ানাকে (৬) নিয়ে তিন সপ্তাহ আগে দেশে এসে কলাবাগানে উঠেছিলেন তারা। এরপর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন স্বামী-স্ত্রী। তবে স্বামী সুস্থ হলেও তিনি সুস্থ হননি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে লিপিকে দাফন করা হবে জানা গেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান।

পিবিএ/ জেডআই

আরও পড়ুন...