পিবিএ: “ডেঙ্গু নিয়ে যেমন আতংকের কারণ নেয়, তেমনি ডেঙ্গু নিয়ে মিথ্যা আশ্বাস দেয়াও ঠিক না। ডেঙ্গুর ব্যাপারে আমাদের বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করতে হবে।
এটা একদিনের ব্যাপার নয়। আমরা যদি সময় মতো ব্যবস্থা নিতাম তাহলে ডেঙ্গুর এই প্রাদুর্ভাব হতো না।”
আজ ৬ আগস্ট সকাল ১১টায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সভাপতির বক্তৃতায় কমরেড রাশেদ খান মেনন এ কথা বলেন।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরও বক্তব্য রাখেন কমরেড দিলীপ বড়ুয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এজাজ আহমেদ মুক্তা, শিরিন আক্তার এমপি, ডা. শাহাদৎ হোসেন, নাদের চৌধুরী, এস কে শিকদার, রেজাউর রশিদ খান, ডা. ওয়াজেদুল ইসলাম খান, ড. শাহান আরা বেগম, ডা. দিলীপ রায় প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার।
পিবিএ/মোস্তফা আলমগীর রতন/ইকে