পিবিএ,ঢাকা: বুধবার সকাল থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা যায়। ফলে কমলাপুরগামী প্রায় সব রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
রাজারবাগ, মালিবাগ, মতিঝিল ও ফকিরাপুলের সব পথ যেন মিশেছে কমলাপুরে। দুপুর ১টার দিকে মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দেখা যায় দীর্ঘ যানবাহনের সারি। বাসের যাত্রীরা জানালেন, এক জায়গাতেই এক ঘণ্টা ধরে বসে আছেন তারা।
উবার বাইক চালক হাসান শিকদার বলেন, তিনি মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে কমলাপুর যাচ্ছিলেন। মগবাজার ফ্লাইওভারের নিচে ৪০ মিনিট ধরে এক জায়গায় বসে আছেন। কোনো গাড়ি নড়ছে না।
গত ২৯ জুলাই যারা ট্রেন ও বাসের আগাম টিকিট ক্রয় করেছেন, তারাই বুধবার প্রথম বাড়ি ফেরা শুরু করেছেন। মূলত বুধবার থেকে রেল-বাসের ঈদসেবা শুরু হলো। অবশ্য সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মঙ্গলবার দিনগত রাত থেকেই বিভিন্ন গন্তব্যের লঞ্চ ছেড়ে গেছে। বুধবার ভোরেও অনেক লঞ্চ ঘাট ছেড়ে গেছে।
বুধবার সরকারি-বেসরকারি দপ্তর খোলা থাকায় যাত্রীদের ভিড় কম। বৃহস্পতিবারও অফিস-আদালত খোলা, তবে বিকেল থেকে যাত্রীদের ভিড় বাড়তে পারে।
বুধবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি ঈদ স্পেশালসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন। যেগুলোতে মোট আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫টি।